নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে পাবনার বেড়া উপজেলার নতুন প্যাচাকুলা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জন্ডিসে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।এ সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান সাগর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, সাখাওয়াত মানিক দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। পরে জন্ডিসেও আক্রান্ত হন। সেপ্টেম্বরের শুরুতে তিনি গ্রামে চলে যান। শনিবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।
রোববার বাদ জোহর পারিবারিক কবরস্থানে সাখাওয়াত মানিকের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
সাখাওয়াত মানিকের পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে আছে ‘মেঘে ঢাকা শহর, আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইড।