পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) জেলার বোদায় এ ঘটনা ঘটে।নিখোঁজদের উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম) জানান, ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার পরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৩ জনে।
তিনি আরও জানান, নৌকায় শিশু ও মহিলার সংখ্যা বেশি থাকায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেইসাথে উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।