সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের হাসিমাবাদ এলাকা থেকে আব্দুল হান্নান ও ভোলন কে গ্রেফতার করে।
পুলিশের সুত্রে জানা যায় আব্দুল হান্নান(৬৫), গ্রামের মৃত মজুম আলী ছেলে। একই এলাকার আতাউর রহমান প্রকাশ ভোলন (৩৫), মৃত-ইমান উল্যা ছেলে। দুজন জগন্নাথপুর ( হাসিমাবাদ) এলাকার বাসিন্দা জগন্নাথপুর। উভয় বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানার মামলা নং-১০(০৯)২২ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১৯ (ক)/৪১ মামলা হয়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম জানান, দুই মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়।