বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে অল ইন্ডিয়া রেডিও।
প্রবল বৃষ্টি এবং বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় রাজ্যটির আরারিয়া, পূর্ণেয়া, সুপল, সহরসা, নওয়াদা, জামুই, বেগুসরাই এবং শেখপুরা সহ ১২টি জেলাকে প্রভাবিত করেছে। এতে রাজ্যটিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই মাঠে কাজ করছিলেন।এছাড়াও ৮ শিশুসহ ১৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃষ্টি এবং বজ্রপাতের ফলে রাজ্যের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বেশ কিছু গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাসিন্দাদের সতর্ক থাকার, বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জারি করা পরামর্শগুলি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাজ্যটিতে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জুন এবং জুলাই মাসে, রাজ্য জুড়ে বজ্রপাতে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।