সাগরে মাছ ধরার ট্রলার ডুবি, সব জেলে জীবিত উদ্ধার
বৈরি আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে চার মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। স্থানীয় জেলেরা জানান, সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর ট্রলার।
পথে সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে চার মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।
তারা জানান, আধা ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দেড় ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার জানান, বিষয়টি শুনেছি। খবর নিচ্ছি।