প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে তাদের সাক্ষাৎ হয়।
এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে
যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাঁকজমক অভ্যর্থনার আয়োজন করা হয় বাকিংহাম প্যালেসে। এতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা। বাকিংহাম প্যালেসের এ আয়োজনে চোখ ধাঁধানো বিরল প্রটোকল আর নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত ছিল প্রাসাদজুড়ে।
অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এদিন সকালে বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গিয়ে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রানির মৃত্যুতে খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।