মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর দিকে থেকে সবার ওপরে রয়েছে বিশ্বের ক্ষমতাশীল দেশটি। তবে সেখানে মহামারি সমাপ্তের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে রোববার প্রচারিত একটি সাক্ষাতকারে বাইডেন বলেছেন, ‘মহামারি শেষ হয়েছে। তবে আমরা এখনও কিছুটা ভুগছি। তবে পরিস্থিতি ভালোর দিকে আছে। ’
করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রে মহামারি শেষ হওয়ার ঘোষণা দিলেন বাইডেন।
পরিসংখ্যান মতে, এখনো প্রতিদিন গড়ে ৪০০ এর বেশি মার্কিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) প্রধান মহামারিটি শেষ হওয়ার দাঁড় প্রান্তে রয়েছে বলে জানিয়েছিলেন।
সিবিএসের ৬০ মিনিট প্রোগ্রামের সাক্ষাতকারে বাইডেন বলেন, ‘ভাইরাস নিয়ন্ত্রণে এখনও অনেক কাজ করছে যুক্তরাষ্ট্র। যদি আপনি লক্ষ্য করেন দেখবেন কেউই মাস্ক পরছেন না। সবাই বেশ ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। আমি মনে করি মহামারির পরিবর্তন হচ্ছে। ’
সোমবার বাইডেন প্রশাসনের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমগুলোক বলেছেন, প্রেসিডেন্টের মন্তব্যগুলো করোনা নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় না। চলমান জনস্বাস্থ্য জরুরি অবস্থা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
করোনাভাইরাসের জন্য ২০২০ সালের জানুয়ারিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রে। সবশেষ গত আগস্টে এর মেয়াদ বাড়ায় বাইডেন প্রশাসন।
আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৯৪ লাখ ৫৫ হাজার ৪৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, সবশেষ সপ্তাহে তিন হাজারের বেশি মার্কিনি করোনায় মারা গেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৪০০ এর বেশি মৃত্যু হয়েছে।
এ দিকে বাইডেনের মন্তব্যের সমালোচনা করছে রিপাবলিকানরা। এক টুইট বার্তায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘বাইডেন এখন বলছেন মহামারি শেষ হয়েছে কারণ তিনি ভ্যাকসিনের অযুহাতে ১০ হাজার সুস্থ সৈন্যকে সামরিক বাহিনী থেকে বের করে দিয়েছেন। ’
করোনার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলেও মৃত্যুর সংখ্যা এখনও অস্বাভাবিক। ভাইরাস থেকে বাঁচতে আমাদের যেখানে থাকা দরকার সেখানে আমরা নেই।