ভারতের টি২০ দলে ফেরা আরও দীর্ঘায়িত হলো মোহাম্মদ শামির। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের এই পেসার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের ভারত দল থেকে ছিটকে গেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজকে সামনে রেখে শনিবার মোহালিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মোহাম্মদ শামির।সেখানেই হবে সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শেষ হবে ২৫ সেপ্টেম্বর। এর মধ্যেও সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা নেই বলেই তাকে বাদ দেওয়া হয়েছে।
এখন ৭ দিনের আইসোলেশনে থাকবেন শামি। এর মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ এলে তাকে কার্ডিওভাসকুলার টেস্টে পাস করতে হবে। এরপর আবার দলে ফেরার জন্য বিবেচিত হবেন তিনি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে পাওয়া যাবে তাকে। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠেই প্রোটিয়াদের বিপক্ষে আরও টি২০ ম্যাচ খেলবে ভারত। এই সিরিজ শুরু হবে ২৮ সেপ্টেম্বর।
ভারতের টি২০ দলে ১০ মাস উপেক্ষিত থাকার পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই ফের দলে ঢুকেছিলেন তিনি। তবে দুর্ভাগ্য শামির। করোনার আঘাতে আপাতত মাঠে ফেরা হচ্ছে না। ভারতের এই পেসার টি২০ বিশ্বকাপ দলেও আছেন। তবে স্ট্যান্ডবাই হিসেবে।