বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে নাম জড়িয়ে আলোচনার তুঙ্গে উঠে আসেন। যদিও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হন তিনি। নেতিবাচক ঘটনার পাশাপাশি প্রেমের কারণেও খবরের শিরোনামে এসেছেন আরিয়ান খান। বলিউডের বিভিন্ন তারকার মেয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ পুরোনো।নতুন করে গুঞ্জন উঠেছে, আরিয়ানের প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী।
সম্প্রতি আরিয়ানের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন সজল আলী। ছবির সঙ্গে যুক্ত করেন শাহরুখ-অনুশকার সুপারহিট গান ‘হাওয়ায়ে’। আর একটি লাল হার্ট ইমোজি! তারপর থেকেই নেটিজেনদের মাঝে হইচই শুরু হয়েছে! অনেকেই প্রশ্ন তুলেছেন- তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন এই নায়িকা?
ব্যক্তিগত জীবনে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। কিন্তু দুই বছর পরেই তাদের ডিভোর্স হয়।
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয় করেছেন সজল আলী। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় তাকে দেখা গেছে।
শেখর কাপুর পরিচালিত বলিউডের ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমাতে দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফ প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা আগামী বছর মুক্তির কথা রয়েছে।