পটুয়াখালীর গলাচিপায় বিধবা নারীর জমি দখল নিতে প্রতিপক্ষের চেষ্টা, বাধা দিতে গিয়ে নাতি সহ আহত দুই বোন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর সকাল এগারোটা দিকে আমখোলা ইউনিয়নের কাঞ্চন বাড়িয়া গ্রামে।এ বিষয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে উভয় পক্ষ। আহতরা হলেন মৃত হাতেম আলী হাওলাদার এর মেয়ে জেলভানু বেগম (৬০),গোলভানু বেগম(৬৫) এবং বাহালম হাওলাদারের ছেলে সুমন(১৭)।
সূত্রমতে জানা যায় উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চন বাড়িয়া গ্রামের মৃত হাতেম আলী হাওলাদার এর মেয়ে গোলেভানু ও জেলভানুর পৈত্রিক সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী প্রতিপক্ষের সাথে জটিলতা সৃষ্টি হয়। বিভিন্ন সময় কৌশলগত কারনে বাকবিতন্ডায় লিপ্ত হয় উভয় পক্ষ। ঐ পরিবারের অন্য অন্য সদস্যদের বিক্রি হওয়া জমির ক্রেতাগন ভোগ দখল বুঝিয়ে নিতে মরিয়া।গত ৯ সেপ্টেম্বর দুই বোনের জমি চাষে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হামলা চালায়। নানিকে বাচাতে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংগে আঘাত প্রাপ্ত হয় বাহালম হাওলাদারের ছেলে সুমন। তর্কিত সম্পত্তি থেকে কাদামাটি ও রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে স্থানীয়রা।
এ বিষয়ে আহত গোলভানু বেগম জানায়,’ সিডরের তিন মাস পর আমার স্বামী মারা যায়। তার মৃত্যুর পর থেকে সংসার চালাতে খুব কস্ট হয়, সংসার ও সন্তানদের লেখাপড়া খরচ চালাতে হিমশিম খেতে হয়। বিশ বছর যাবৎ পৈত্রিক সম্পত্তি চাষবাস করে সংসার চালাই।আমার পিতার সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে মাতুব্বর বাড়ির লোকজন। জমি চাষ করতে লেকজন পাঠালে হুমকি-ধুমকি দিয়ে পাঠিয়ে দেয়।ওড়া জন-জনতা বেশি, ওদের ভয়ে কাজের লোক পালিয়ে যায়।ওদের অত্যাচারে আমরা দুই বোন জমির আইলে যেতে বাধ্য হই। আর জমিতে জাওয়ার খবর পেয়ে বিশ-পঁচিশ জন লাডি-ঠেঙ্গা লইয়া আমাদের উপর হামলা চালায়। লাডির বাড়ি ঠেকাতে গিয়ে নাতির মাথা ফেটে যায়। আমি এ অত্যাচারের বিচার চাই’।
বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টায় ব্যার্থ হলে উভয় পক্ষই মামলা করেন বলে ভুক্তভুগী বাহালম হাওলাদার বলেন।তিনি আরও বলেন,এরা অত্যাচারী,জোরজুলুম করে অন্যের সম্পত্তি দখল করে।বিষয়ে টি নিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তারা আসেনি বরং মিথ্যা বানোয়াট মামলা করেছে আমাদের নামে। এদিকে অপর পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বিষয়ে জানা যায়নি।