জাতীয় পার্টির সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দলের ব্যাপক সমালোচনা করেন তিনি। এমনকি জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে দেখে নেওয়ারও হুমকি দেন রাঙ্গাঁ। তবে কী কারণে রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত একবছর ধরেই তিনি বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। ’
চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি কারোর দালাল নয়, কারোর পকেটে নেই। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। মানুষের মন জয় করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। ’
তিনি বলেন, ‘দল থেকে কেউ চলে গেলেও জাতীয় পার্টি তার জায়গায় থাকবে। দল ভাঙবে না। রওশন এরশাদই জি এম কাদেরকে দায়িত্ব নিতে বলেছেন। ’
এদিকে অব্যাহতি পাওয়ার পর বুধবার রাতেই মসিউর রহমান রাঙ্গাঁ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘জি এম কাদেরের পক্ষ থেকে দেওয়া অব্যাহতি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন। ’
যদিও বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে রাঙ্গাঁ বলেছেন, আমি চাই দল সঠিকভাবে চলুক, প্রয়োজনে আর নির্বাচন করব না। দলের যদি (অব্যাহতি) ধারা পরিবর্তন না হয়, তাহলে দলে থাকব না। দলে গণতান্ত্রিক ধারা নেই।
তিনি বলেন, ১৮ বছর জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলাম, শোকজ ছাড়া কাউকে এভাবে অব্যাহতি দেওয়ার নিয়ম নেই। অথচ আমাকে এভাবে অব্যাহতি দেওয়া হলো। আমি অব্যাহতি আদেশের প্রত্যাহার চাই, তবে না দিলেও দুঃখ নেই।