বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর জন্মভূমি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। এদিন বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তবে দাফনের আগে থাইল্যান্ডে অবস্থানরত একমাত্র ছেলের দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করা হবে।বুধবার রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে গুলশান নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন এই বর্ষীয়ান রাজনীতিক। বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালে মুন্সিগঞ্জের দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত যুক্ত ছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন।