চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা থেকে ৫৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় সোনা চোরাচালানের দায়ে রকিবুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে বিজিব।
উপজেলার নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সোনার বারসহ রকিবুলকে আটক করা হয়। সোনার বারগুলো একটি মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় ছিল।
আটককৃত রকিবুল ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। জব্দকৃত সোনার বারগুলোর ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম। এগুলোর বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা বলে দাবি বিজিবির।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, সীমান্ত দিয়ে বৃহৎ একটি সোনার চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি-৬। এ খবরে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওত পেতে থাকেন। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করেন বিজিবির সদস্যরা। লোকটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।