দীর্ঘ তিন বছর পর সদ্য সমাপ্ত এশিয়া কাপ দিয়ে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন হার্ড হিটার তকমা পাওয়া এই ব্যাটার। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে সাব্বির করেন ৬ বলে মাত্র ৫ রান।
এদিকে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাব্বিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে সাব্বির তার টিকটক আইডি ভেরিফাইড হওয়ায় কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তার ভক্তদের ফলো করার আহ্বানও জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় সাব্বির বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমার টিকটক আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমার অরিজিনাল-রিয়েল আইডি, এটা বাদে যে কোনো আইডি হচ্ছে ফেক আইডি এবং ধন্যবাদ টিকটককে ভেরিফাইড করার জন্য। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
এদিকে ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে দলের সঙ্গে দেশে ফেরা হয়নি সাব্বিরের। ফেসবুক প্রোফাইলে দেখা গেছে দুবাইতে স্ত্রীকে নিয়ে অবকাশ যাপন করেছেন তিনি। কখনো দুবাইয়ের মরুভূমিতে উটের উপর চড়ে, কখনো আবার দুবাইয়ের পরিচিত পাখিও হাতে করে নিয়ে ছবি তুলতে দেখা গেছে তাদের।