পটুয়াখালীতে রিকশা চালক শ্রমিক ইউনিয়নের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে জেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়নের পূনাঙ্গকমিটি গঠনের গুনজন চলছে।
এতে সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাবেক রিকশা চালক ইউনিয়নে সম্পাদক মোঃ জামাল সরদার।
শ্রমিকদের ভালোবাসায় শিক্ত আস্থার প্রতিক জামাল সরদার ২০০৯ সালে রিকশা চালক ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০১৩ সাল পর্যন্ত শ্রমিকদের কল্যানে আস্থার সাথে কাজ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গুনি এই মানুষটি ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর পটুয়াখালী বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহ্বায়ক কমিটির
যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেন।
শুধু তাই নয় গত ২০১৬ সালের ২০ জুলাই জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে। এবং ২০১৭ সাল থেকে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও
বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ও জড়িত থেকে শ্রমিকদের অধিকার আদায় সর্বদা কাজ করছেন।
জাতীয় রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সম্মেলনের বিষয় জানতে চাইলে সাধারন সম্পাদক পদপ্রার্থী জামাল সরদার দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকাকে বলেন, সম্মেলনের দিন তারিখ এখন পর্যন্ত ঠিক করেনি কেন্দ্রীয় নেতারা। তবে অচিরেই সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন কেন্দ্রীয় নেতারা সম্মেলনের মাধ্যমে পূনরায় আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করলে পূর্বের ন্যায় শ্রমীকদের কল্যানে কাজ করে দলকে সুসংগঠিত করবো।