বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে নির্বিচারে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামালপুর জেলা যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবুর নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় শহরের পুরাতন পৌরসভা গেইট হতে জেলা যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবুর নেতৃত্বে এক শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ীমোড় চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোক র্যালি ও সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি নেতা দিলীপ কুমার দে,জেলা যুবদল নেতা এম শুভ পাঠান,রফিকুল ইসলাম বকুল, পারভেজ হাফিজ, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, শহর শ্রমিক দলের সহসাধারণ ফিজুর আকন্দ, জেলা যুবদল নেতা আবুল হাশেম, সেলিম বাবু,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান নবীন, শহর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাব্বির হোসেন শাওন, এ এম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রুবেল, জেলা সেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পিয়াস,জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ,, যুবদল নেতা সালাউদ্দিন, মাসুদ রানা উজ্জ্বল, আপেল মল্লিক, রিপন মল্লিক, বাবুল হোসেন চিকলী, চঞ্চল খান সহ যুবদল, শ্রমিক দল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।