১৬ বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল প্রামাণিককে গ্রেপ্তার করেছে র্যাব-৩। মঙ্গলবার রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ২০০৬ সালে ১ আগস্ট আলো বেগমের সাথে বিয়ে হয় উজ্জল প্রামাণিকের।বিয়ের পর যৌতুকের জন্য চাপ দিতে থাকে সে। একপর্যায়ে উজ্জল তার স্ত্রী আলোকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর থেকে পলাতক জীবনযাপন করতে থাকে আসামি উজ্জল। পরে বগুড়ার আদালত স্ত্রী হত্যার অভিযোগে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
র্যাব জানায়, বিয়ের দিন উজ্জল ও তার পরিবার যৌতুক দাবি করে। ওই দিন আলোর বাবা আকবর আলী শেখ নগদ ৩০ হাজার টাকা দেন। বিয়ের এক মাস পর উজ্জল প্রামাণিক বিদেশ যাওয়ার জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করলে শুরু হয় দ্বন্দ্ব। এ নিয়ে সালিশ-বৈঠকে আকবর আলীকে ৫০ হাজার টাকা দিতে চাপ দেয়া হয়। টাকা না দিলে আলোকে তালাক দেয়ার ভয় দেখায় উজ্জল। এরপর শুরু হয় বিভিন্নভাবে নির্যাতন।
হত্যাকাণ্ডের পর আসামি উজ্জল পরিচয় গোপন করে তার মা আলেয়া বেগমকে নিয়ে পালিয়ে গাজীপুর চৌরাস্তা থাকা শুরু করে। কাঠমিস্ত্রি হিসেবে কাজ নেয় সেখানকার স্থানীয় একটি ফার্নিচারের দোকানে। এর ছয় মাস পর মোছা. নাছিমা খাতুন নামে এক নারীকে বিয়ে করে উজ্জল।