নাটোরের লালপুরে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল শিমলা (৪) ও মাহিন (৩) নামে দুই শিশুর। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা।পরে উদ্ধার করে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পরে উদ্ধার করে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।