মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য মতে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রকেট এবং আর্টিলারি শেল কিনছে রাশিয়া।
গণমাধ্যমে পেন্টাগনের এক মুখপাত্র ব্রিগেডিয়ার মো. জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেছেন, ‘রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে। পুতিন যুদ্ধ জিততে মরিয়া হয়ে কিম জং উনের কাছে ‘গোলাবারুদ’ চেয়ে অনুরোধ করেছে। ’
মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, ‘রাশিয়া উত্তর কোরিয়া থেকে ‘‘লক্ষ লক্ষ আর্টিলারি শেল ও রকেট” কিনছে।’ যদিও অস্ত্রের ধরন এবং পরিবহনের সময় প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দা সংস্থাটি।
এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, ‘উত্তর কোরিয়ার কাছে মস্কোর এমন অনুরোধ এটাই মূল্যায়ন করে যে রাশিয়ার ভাল সময় যাচ্ছে না। ’
পুতিন সরকারের নেওয়া এই পদক্ষেপটি এটারই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন যুদ্ধের রসদ সমন্বয় করতে পারছেন না তারা। একই সাথে ইউক্রেনে যুদ্ধ টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে লড়াই করছে রাশিয়া।