ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেতা সালমান শাহ এর ২৬তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে প্রয়াত অভিনেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা সাইমন সাদিক, অভিনেতা ইলিয়াস কাঞ্চন-সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সালমান শাহ। সালমানের মৃত্যুর ২৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও, বরং বেড়েছে। এখনো টেলিভিশনে তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন।