বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নব -গঠিত কমিটিতে সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদক পদে নিবার্চিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে জামালপুরে সাবেক ছাত্র নেতা ও জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের নেতৃত্বে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় আজাদ ডাক্তার মোড় হতে ইকরামুল হোসেন মানিকের নেতৃত্বে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় আনন্দ র্যালী ও সমাবেশে সাবেক ছাত্র নেতা ও জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি হাবিবুর রহমান রতন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহাগ রানা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন সহ জেলা, শহর, সদর উপজেলা, বিভিন্ন উপজেলা সেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।