দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ মাজার জিয়ারত করেন। সফরের পূর্বঘোষিত অংশ হিসেবে মাজার জিয়ারতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বেশ কয়েকজন সফরসঙ্গী মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।