গলাচিপা উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হল রুমে, এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চলতি দায়িত্ব মো. মহিউদ্দিন আল হেলাল নির্বাহী অফিসার দশমিনা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম মিয়া আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর/২২ পর্যন্ত বিভিন্ন গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।