টি২০ ক্রিকেটে অফ ফর্মকে সাক্ষী করে অবসর ঘোষণা করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানার আগে মাঠে
নেমেছেন ১০২ বার। যেখানে সাফল্য ব্যর্থতা দুই সঙ্গী হয়েছে তার। তার বিদায়ে আবেগ-আপ্লুত হয়েছেন সতীর্থ ও পারিবারিক আত্মীয় মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিকের অবসরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় মাহমুদউল্লাহ লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসর ঘোষণা শোনা আমার জন্য হৃদয়বিদারক। টি২০-তে তোমার যে অর্জন ও যেই ক্যারিয়ার গড়েছ তুমি, সেজন্য তোমাকে সাধুবাদ। তোমার সঙ্গে টি২০-তে মাঠে নামা ছিল আমার জন্য আনন্দদায়ক। তোমার কাজের ধরণ ও নীতি যে কোনো ফরম্যাটে সবসময় সবার জন্য অনুপ্রেরণা দায়ক হয়ে থাকবে। ’
এরআগে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। এরপর খেলেছেন বহু ম্যাচ। টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে। সংক্ষিপ্ত এই ফর্মেটে ১০২ ম্যাচে ১৫০০ রান রয়েছে তার। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে খেলা ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসটি হয়ে থাকল তার ক্যারিয়ার সেরা।