নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এর ফলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।
শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে।অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই সংঘর্ষ চলছে।