সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু। নিহত শিশুটির নাম দিলার হোসেন(৫)। সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সিদ্দিকনগর পাড়ার
লিরনুর ও সালমা বেগমের একমাত্র পূত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিশুটি পাশের বাড়ির শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল দুপুর থেকে নিখোঁজ হয় দিলার হোসেন।
দুপুর ২ টার দিকে গ্রামের মসজিদের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনেরা । পরে তার স্বজনেরা নিকটস্থ ভাটিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এম এইচ
মান্না তাকে মৃত ঘোঘনা করেন ।
এ ব্যাপারে নিহত দিলারের পিতা লিরনুর বলেন, আমি সকাল থেকে মাছ ধরতে হাওরে ছিলাম। বাড়ি এসে দেখি আমার বাচ্চাকে সবাই খুজছে। খুঁজতে খুঁজতে
মসজিদের পাশের ছোট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করি।তাড়াহুড়ো করে ভাটিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।