সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর ভবানীর খালে অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় তাঁদের
গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, বিভিন্ন প্রজাতির ৪ মণ মাছ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
সোমবার দুপুরে জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়।আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার জেলেরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের লাল মিয়া (৪৫), খুলনার কয়রা উপজেলার লোকা গ্রামের আবু হানিফ (৫০), ভান্তারপুল গ্রামের সালাম সরদার (৪০) ও
করিম সরদার (১৯) এবং কুমারখালী গ্রামের জাহাঙ্গীর সানা (৪৫)।
সুন্দরবনের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদার জানান, বর্তমানে সুন্দরবনে মাছ শিকারের বিষয়ে নিষেধাজ্ঞা চলছে। ১ সেপ্টেম্বর থেকে পাসপারমিট দেওয়া শুরু
হবে। কিন্তু এরই মধ্যে অসাধু এসব জেলেরা অবৈধভাবে প্রবেশ করে ভবানীর খালে মাছ শিকার করছিলেন। মাছ ধরার নানা সামগ্রীসহ ৫ জেলেকে আটক করা হয়।