নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ পুলিশ সদস্য সহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্য গুলিবিদ্ধ হয়েছেন আট জন।
রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।তবে আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, খুন, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। আজ রোববার দুপুরে নেতাকর্মীরা পূর্বঘোষিত স্থান উপজেলার মনোহরদী হাফিজপুর স্কুল মাঠে সমাবেশ করার কথা ছিল। পরে বিক্ষোভ সভায় যোগ দিতে সাবেক বিএনপির এমপি শাখাওয়াত হোসেন বকুলের মিছিলটি পৌর এলাকায় হেতেমদী মোড়ে আসলে পুলিশের সঙ্গে হামলা ঘটনার ঘটে। এ সময় পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপিকে মিছিল নিয়ে সড়কে যেতে অনুরোধ জানানো হয়। পরে তারা অনুরোধ না রেখে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে ১০ থেকে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।