আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে এই প্রতিপাদ্য কে সামনে রেখে,মহা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুগবাণী ( মহা বিশ্বকবি কাজী নজরুল
ইসলাম চর্চা কেন্দ্র) জামালপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ, পদযাত্রা, আলোচনা সভা – সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট শনিবার স্থানীয় শহরের দয়াময়ীমোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ঐখান থেকে একটি পদযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃধাপাড়া রোড জেএসডি জামালপুর জেলা
শাখার দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। যুগবাণী ( মহা বিশ্বকবি কাজী নজরুল ইসলাম চর্চা কেন্দ্র) জামালপুর জেলা শাখার সভাপতি কবি আবুল বাশারের সভাপতিত্বে
সমাবেশ – আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐ সংগঠনের উপদেষ্টা ও জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন। জেএসডি ছাত্রলীগ জেলা শাখার সাধারণ
সম্পাদক মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুগবাণী ( মহা বিশ্বকবি কাজী নজরুল ইসলাম চর্চা কেন্দ্র) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি লিয়াকত হোসেন,
কবি আশরাফ আলী, লেখক গবেষক মশিউর রহমান বাবুল,কবি সাহিত্যক আব্দুর রফিক, জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক তাজউদ্দীন সবুজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,
সাংবাদিক আব্দুল আউয়াল, ওমর হোসাইন সহ সকল নেতৃবৃন্দ। সভায় বক্তারা সমাজের নিপিড়ীত ও নির্যাতি জনগণের অধিকার আদায়ের জন্য সকল বৈষম্যর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাসান
আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। তারিখ -২৭-০৮-২২ইং