সবশেষ প্রেম আমার সিনেমাতে জুটি বেঁধেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সরকার। বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল সিনেমাটি।
এ জুটির বাহাবা দিয়েছিলেন অনেকে। এরপর কেটে গেছে ১৩ বছর।এ জুটিকে এক সঙ্গে আর দেখা যাবে কিনা এ নিয়ে সন্দেহের তৈরি হয়। অবশেষে জানা গেল রাজা চন্দের ‘হার মানা হার’ নামের এক নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে এ জুটিকে।
শুক্রবার (২৬ অগাস্ট) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সোহম-পায়েল জুটির নতুন ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ওই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতাসহ অন্যান্য কলাকুশলীরা। ছবিটি রূপালি পর্দায় মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।
সিনেমাটি নিয়ে সোহম বলেন, ‘রাজাদা এই গল্পটা আমাকে অনেক আগেই বলেছিল। কিন্তু আমি আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শেষ পর্যন্ত আমরা এই ছবিটি করছি। এটি আমাদের জীবনের এবং সমাজের মূল্যবোধের গল্প। ’
এ সিনেমায় মুখ্য চরিত্রে আরও অভিনয় করবেন আয়োষী তালুকদার, শিশুশিল্পী সিলভিয়া দে ও সুদীপ্তা চট্টোপাধ্যায়। আয়োষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবি এটি, কারণ সোহমের বিপরীতে এতে অভিনয় করবেন তিনি।