লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ বছরের পান্না আক্তার মনি প্রেমিকের উপর অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে দাবি ভবন মালিকের।
শনিবার দুপুরে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনি রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।
ভবন মালিক নুরুল আমিন জানান, সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেই। মেয়েটি তার যশোর শহরের বাসিন্দা প্রেমিকের সাথে সমস্যা ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া কোন সমস্যা ছিলো না বলে জানান তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত কিশোরী গৃহকর্মীর ভাই রিপন হোসেন বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন।