নিজেদের মাঝে লেনদেনে রাশিয়া ও ভারতের মার্কিন ডলারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রিকস ইন্টারন্যাশনাল ফোরামের সভাপতি পূর্ণিমা আনন্দ। দেশদুটি রুবেল এবং রুপিতে পারস্পরিক লেনদেনের একটি উপায় বের করতে সক্ষম হয়েছে। আজ একই প্রক্রিয়ায় রুবল এবং ইউয়ানে লেনদেনের এই প্রক্রিয়া চীনও তৈরী করেছে বলে জানান তিনি।
এর মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলি নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার সাথে বানিজ্য করতে পারবে।এটা রাশিয়াকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সহায়তা করবে বলেও জানান ব্রিকস প্রেসিডেন্ট।
তিনি বলেন, গত ৪০ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্য পাঁচগুণ বেড়েছে। রাশিয়া ভারতে তেল সরবরাহ করে এবং ভারত থেকে প্রচুর পরিমাণে কৃষিপণ্য, টেক্সটাইল, ওষুধ এবং অন্যান্য পণ্য আমদানি করছে।
আনন্দ আরও বলেন, পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে চলমান নিষেধাজ্ঞা যুদ্ধে ভারত নিজেকে একটি নিরপেক্ষ বলে মনে করে এবং নিষেধাজ্ঞার থাকা সত্ত্বেও মস্কোর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
‘যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্য ভারতের উপর চাপ পড়ে। কিন্তু, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ চাপ প্রত্যাখ্যান করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা কোনভাবেই ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করবে না’ বলেও জানান প্রেসিডেন্ট।
ব্রিকস (BRICS) একটি আন্তর্জাতিক আর্থ-সামাজিক ও রাজনৈতিক ফোরাম যা পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত। এর সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।