রাজবাড়ীতে নাহিদ হাসান মৃদুল (১৬) নামে এক স্কুলছাত্র হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন। এ সময় মামলার দুই নম্বর আসামী রুবেলকে ফাঁসি এবং অপর চার আসামী রাফিজুল, পিয়ারুল, রায়হান ও পিয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।এছাড়া মামলার অপর দুই আসামী এলেম ও ফরিদকে খালাস দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাহিদ হাসান মৃদুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুল ছাত্র মৃদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক আজকে এ দণ্ডাদেশ দেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাড. উজির আলী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেন আসামী পক্ষের আইনজীবি অ্যাড. নেকবর হোসেন মনি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।