এশিয়া কাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে মূল পর্বে উঠল হংকং। গতকাল বুধবার রাতে বাছাই পর্বের শেষ ম্যাচে ওমানের আল অ্যামারাত স্টেডিয়ামে ছয় বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান টপকে যায় হংকং। এবারের এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি।
অন্য দিকে ‘বি’ গ্রুপের তিন দল চূড়ান্ত ছিল আগেই।বি গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ছয় দলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী শনিবার। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ৩১ আগস্ট বুধবার ভারত-হংকংয়ে ম্যাচ দিয়ে।
এশিয়া কাপের বাছাইপর্বে হংকংয়ের সঙ্গে ছিল সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সিঙ্গাপুর। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হয়। বুধবার রাতে বাছাইয়ের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হয় হংকং-আরব আমিরাত ও কুয়েত-সিঙ্গাপুর। প্রথম দুই ম্যাচে হংকং কুয়েত এবং সিঙ্গাপুরকে পরাজিত করে। শেষ ম্যাচে জিতে সহজে জিতে মুল পর্বে খেলার সুযোগ পেল হংকং।
শেষ ম্যাচে হংকং টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাতকে। তারা ১৯.৩ ওভারে সব ইউকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক রিজওয়ান। এছাড়া জাফর ফরিদ করেন ৪১ রান। হংকংয়েরে পক্ষে ২৪ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার এহসান খান এবং অফ স্পিনার আয়ুশ শুক্লা নেন ৩০ রানে ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ বলে ১৪৯ রান করেন হংকংয়ের ব্যাটাররা। দলের পক্ষে ৪৩ বলে ৫৮ রান করেন ইয়াছিম মুর্তাজা।