নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ
ঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম (৪৫) ও সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা।তারা ডিজিটাল সার্ভে কনসালট্যান্ট নামের একটি মাটি পরীক্ষাকারী কোম্পানিতে চাকরি করতেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য
মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরিবারের সাথে কথা বলে
পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত জন্য নোয়াখালী জেনারেল প্রেরণ করা হয়েছে।