নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা কবর স্থানের নামে আনিয়াদিঘা ও কুমারিয়া হাওর ইজারা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ ১৮ আগষ্ট দুপুরে গোবিন্দশ্রী মদন খালিয়াজুড়ি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় গোবিন্দশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম বলেন,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর স্থানের আমরা দীর্ঘ দিন যাবত আনিয়াদিঘা ও কুমারিয়া হাওর এর জমা টাকা দিয়ে কবর স্থানের উন্নয়নের কাছ করে থাকি। শুনেছি আমাদের গ্রামের বাচু মিয়ার ছেলে শামীম উপজেলা ভূমি কমিশনারের গাড়ি চালক,সেই সুবাদে ইউনিয়ন ভুমি কর্মকর্তার যোগসাজশে হাওর দুটি অন্যত্র ইজারা দেওয়া হয়েছে। আমরা এলাকা বাসীর দাবি ইজারা বাতিল করে শহীদ মুক্তিযোদ্ধা কবর স্থানের নামে বরাদ্দ দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি।
গোবিন্দশ্রী শহীদ মুক্তিযোদ্ধা কবর স্থানের সভাপতি মোঃ গোলাম রব্বানী জানান,আমরা হাওড় অঞ্চলে থাকায় প্রতি বছর বর্ষার মৌসুমের আগেই কবর স্থানে মাটি কেটে উচুঁ করতে হয়। তাই আমরা গ্রাম বাসী আনিয়াদিঘা ও কুমারিয়া হাওর কবর স্থানে নামে বরাদ্দ আনি। এ টাকা দিয়ে কবর স্থানে উন্নয়নের কাজ করা হয়। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, একই গ্রামের শামীম নজরুল রুজালী হাইদুল রফিকুল এর নিকট হতে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের কাছে ইজারা দিয়ে দেয়। আমাদের দাবি ইজারা বাতিল করে শহীদ মুক্তিযোদ্ধা কবর স্থানের নামে ইজারা দেওয়ার জন্য মিডিয়া ভাইদের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গোবিন্দশ্রী ইউনিয়নে আনিয়াদিঘা ও কুমারিয়া হাওর সরকারি নিয়মে ইজারা, দেওয়া হয়েছে। তবে গোবিন্দশ্রী শহীদ মুক্তিযোদ্ধা কবর স্থানের নামে উন্নয়নের কাজে আমি টি আর, কাবিখা, ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার জন্য সহযোগিতা করবো।