ভারতের দেখানো পথে রাশিয়া থেকে তেল কেনার ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব। মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের মানুষের কষ্ট হচ্ছে।মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী।
এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী।
তারা জানান, ডলারের সংকটের এই সময়ে রাশিয়া থেকে রুবলে তেল কেনা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
এছাড়া একনেক বৈঠকে উত্তরায় গার্ডার চাপার ঘটনায় দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়ায় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন একনেকে মোট ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫ শ চার কোটি টাকা।