রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারে গার্ডার ধসের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানই দায়ী বলে মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নুরী।
তিনি বলেন, ‘ঘটনার জন্য ছয় সদস্যের করা প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে।গতকালের ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজোবা পুরোপুরি দায়ী। দুদিন পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এরপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’
ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কথা জানিয়ে সচিব বলেন,‘গতকাল কাজ বন্ধ থাকার কথা। তারা কাউকে না জানিয়ে কাজ করছিল। ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী কাজ চলার কথা জানতো না।
‘কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে তারা এই কাজ করতে পারেন না। অরক্ষিত অবস্থায় এ ধরনের কাজ করা কোনোভাবেই করা যায় না, যেটা তারা করেছে,’ যোগ করেন তিনি।
ক্রেন চালক নিয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নুরী আরও বলেন, ‘যে ক্রেনটা চালিয়েছে তিনি অদক্ষ ছিল। ক্রেনের ধারণ ক্ষমতা ঠিক ছিল। ক্রেন চালক বিচলিত ছিলেন। ঠিকভাবে চালাতে পারেননি। ’
‘এ ঘটনায় শুধু ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধেই নয় মন্ত্রণালয়ের যারা কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ দায় এড়াতে পারবে না। সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে,’ বলেন সড়ক পরিবহন সচিব।
সামনের দিকে সড়ক পরিবহনের সব ধরনের প্রকল্পে মনিটর করার জন্য টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি।