বাগেরহাটে ৮৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তাপস দাসকে (৫৩) আটক করা হয়েছে। খুলনা র্যাব-৬ এর একটি দল বাগেরহাট সদরের চুলকাঠি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটকের পর রাবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
এসময় তার কাছ থেকে মাদক ছাড়াও ১টি মোবাইল ও ১২৬০ টাকা জব্দ করেছ র্যাব।
সোমবার সকালে র্যাব জানায়, বাগেরহাট জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসায়ী তাপস দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাপস দাস রামপাল ও বাগেরহাট সদর এলাকায় একটি মাদকের চালান হাতবদল করছে এমন গোপন সংবাদ পেয়ে রাবিবার বিকালে অভিযানে নামে র্যাব-৬ খুলনার সদর কোম্পানি একটি দল। এরপর বাগেরহাট সদরের চুলকাঠি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তাপস দাসকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১২৬০ টাকা জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী তাপস দাসকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।