সিলেটে শ্যালিকাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ছায়েদ আহমদ নামে ওই ব্যক্তিকে আদালতে হাজির করে বিচারকের নির্দেশে কারাগারে
প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শ্যালিকা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
ছায়েদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, প্রায় ১ মাস আগে ছায়েদ আহমদ তার শ্যালিকাকে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ছায়েদ তার শ্যালিকাকে জোরপূর্বক গর্ভপাত করায়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।