চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি ইউরোপের এই তিনটি দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের
ভাড়া পরিশোধ করতে না পারার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ভিত্তিক সংবাদ পার্সটুডের খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফত গতকাল (মঙ্গলবার)
জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে দ্রুজবা পাইপলাইনের ভেতর
দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাইপলাইনের ভেতর দিয়েই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে তেল সরবরাহ করে আসছে রাশিয়া।
ট্রান্সনেফত কোম্পানি বলেছে, মস্কোর ওপর পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের ভাড়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
কোম্পানি গতকালের বিবৃতিতে জানিয়েছে, গত ৪ আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেন পাইপ লাইনের ভাড়া বাবদ অর্থ না পাওয়ার কারণে তারা তেল পরিবহন বন্ধ করে দেয়। স্লোভাকিয়া শোধনাগারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, কয়েকদিন ধরে তেল পরিবহন বন্ধ রয়েছে।
দ্রুজবা পাইপলাইনের দক্ষিণ শাখা দিয়ে প্রতিদিন প্রায় আড়াই লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়।