ভারতের তামিলনাড়ু প্রদেশের একটি মন্দির থেকে ১৯৭১ সালে চুরি হয় দ্বাদশ শতাব্দীর একটি মূর্তি। দীর্ঘ ৫০ বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওই মূর্তির সন্ধান মিলেছে। তামিলনাড়ু পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
আজ মঙ্গলবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে তামিলনাড়ু প্রদেশের নান্দানাপুরেশওয়ারার সিভান মন্দির থেকে ঈশ্বর ‘প্রভাতী’সহ মোট পাঁচটি মূর্তি খোয়া যায়ওই বছরই এ নিয়ে একটি মামলা হয়। পরে তদন্ত নামে প্রদেশটির পুলিশ। অবশেষে ৫০ বছর পর নিউইয়র্কের বোনহামস অকশন হাউসে সন্ধান মেলে ‘প্রভাতী’ মূর্তির।
তামিলনাড়ু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘মূর্তিটি ফিরিয়ে আনতে আমাদের একটি টিম কাজ করছে। ’
ভারতের বিভিন্ন মন্দির থেকে মূর্তি চোরাচালান নতুন কিছু নয়। তবে ক্ষমতায় আসার পর থেকে মোদি সরকার চোরাচালানকৃত মূর্তি ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের মধ্যে তারা ২০০টি মূর্তি ফিরিয়ে আনতে সক্ষমও হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য মতে, ৫২ সেন্টিমিটারের ‘প্রভাতী’ নামের ওই মূর্তিটির বাজার মূল্য ২ লাখ ১২ হাজার ৫৭৫ ডলার। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি লন্ডন ভিত্তিক বোনহামস অকশন হাউস কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি