চীনের পর এবার সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী। দেশটির স্থানী সময় আজ মঙ্গলবার ভোরে (বাংলাদেশী সময় ভোর ৬.৪০) এ শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপি চলে এ মহড়া। ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি ওই মহড়াস্থলে উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে, তাইওয়ানের শক্তি সামর্থ জানান দিতেই দ্বীপরাষ্ট্রটির এই মহড়া।
তাইওয়ানের অষ্টম আর্মি কর্পসের মুখপাত্র লু উওই-জিয়ে জানিয়েছেন, দক্ষিণ কাউন্টির পিংটাংয়ে গুলি চালনা ও কামান নিক্ষেপের (লাইভ ফায়ার ড্রিল) মহড়া শুরু করেছে তারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৪০টি হাউৎজার কামান ও হাজারেরও বেশি সেনা। তাইওয়ান সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবারের মতো বৃহস্পতিবারও সেনা মহড়া হবে এবং অসংখ্য সেনা জওয়ান তাতে অংশ নেবে।
উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ান প্রণালী ও সংলগ্ন অঞ্চলে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ শুরু হলে প্রতিরোধ করতে প্রস্তুতি নিচ্ছে তাইওয়ানের সেনারা।