পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে শুক্রবার ৫ আগষ্ট সকালে গলাচিপা উপজেলার দুর্গম এলাকা চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে এক কেজি গাঁজারসহ মাদক ব্যবসায়ী গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বেল্লাল মোল্লার ছেলে (১) রাকিব মোল্লা (৩৫),ও রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন ১ নং ওয়ার্ডের মৃত খলিল চৌকিদারের ছেলে (২) মো. শাহজাদা (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেন।
এসআই তারেক মাহমুদ নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ ( ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা আসামীদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছি এবং এসআই তারেক মাহমুদ বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামীদের আদালতে প্রেরণ করবো।