ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নির্বিচারে পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবী জানাজা নামাজ – সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট সোমবার দুপুরে ১২ টার দিকে স্থানীয় স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ গায়েবী জানাজা নামাজের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি।গায়েবী জানাজার নামাজে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। জানাজা নামাজ শেষে ভোলা জেলা সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে, জামালপুরে এ কমর্সুচীর প্রতিবাদে অংশ হিসাবে জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশোর আয়োজন করেন জামালপুর জেলা সেচ্ছাসেবক দল।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান দুলাল প্রমুখ।
এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহ মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, আজাদ সওদাগর সহ জেলা, শহর,সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা সেচ্ছাসেবক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।