নাটোরের সিংড়ায়, চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রাতে সিংড়া উপজেলার কলেজ পাড়া এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদ সহ তাঁদের গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃতরা হলেন, মৃত মিছরী লাল এর ছেলে শ্রী বিহারী লাল (৫০) ও শ্রী সুকান্ত, মৃত সুকুমারের ছেলে শ্রী সুব্রত কুমার দাস (৩৫) মৃত মন্টুর ছেলে শ্রী গুরুদেব (২৬) সরকার পাড়া মহল্লার হযরত আলী মন্ডলের ছেলে মোঃ নরুন্নবী (৫০) ও একই মহল্লার মৃত বয়তুল্লাহর ছেলে মোঃ শামীম (৩৮)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আটক কৃতদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।