যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে মারা যান তিনি।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।
গ্রিনউডের পুলিশ প্রধান জিম আইসন জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, মলের ফুড কোর্টে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। ফুড কোর্টে প্রবেশ করেই ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় তার কাছে বেশ কয়েকটি ম্যাগজিন গোলাবারুদসহ একটি রাইফেল ছিল।
ইন্ডিয়ানা গভর্নর এরিক হলকম্ব বলেন, ‘আজ এই হামলায় কয়েকটি তাজা প্রাণ হারিয়ে গেছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। ইন্ডিয়ানা পুলিশ স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে। তবে এভাবে চলতে থাকলে আগামী দিনগুলো আরও ভয়াবহ হবে’।
দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবির মধ্যেই এ ঘটনা ঘটলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।
মার্কিন বন্দুক সহিংসতা আর্কাইভ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের কারণে মারা যান।