পটুয়াখালীর গলাচিপায় রাত্র আনুমানিক তিন ঘটিকায় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে আগুনমুখা নদী থেকে অবৈধ ০৯ টি চাই জাল ও ১৫ মন ছোট পাঙ্গাশ মাছের পোনা উদ্ধার করা হয়।এ ঘটনার সাথে জড়িত ৭জন ও ৪টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
জড়িতরা হলেন মোঃআইয়ুবখান(৩৮),পিতাঃআজগর আলী খাঁন,সাংআঙ্গার পাড়া,তালতলী সোহাগ খাঁন(৩৬),পিতাঃমোঃরহিম খাঁন,সাং-দক্ষিন বোয়ালিয়া,গলাচিপা সদর ইউনিয়ন, মোঃজাহিদুল প্যাদা(১৯),পিতাঃমোঃখলিল প্যাদা,সাং-বোয়ালিয়া, মোঃরিয়াজুল,পিতাঃইব্রাহিম মাতুব্বর,সাং-বোয়ালিয়া, মোঃতোফাজ্জেল(২৫), পিতাঃআইয়ুব আলী খাঁন,সাং-বোয়ালিয়া, জীবুল খাঁন(৪২),পিতাঃইসমাইল খাঁন,সাং-সন্তেষপুর,কাজীরহাট, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ভ্রাম্যমাণ আদালতে ০৭ জনকে ৫০০০ টাকা করে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করেন এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মাফ করে দেন এবং বাকীদের মুছলেকা করে ছেড়ে দেন।উদ্ধার কৃত নয়টি চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিম খানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।