নাটোরের সিংড়ায়, গাঁজা সহ, নুর মোহাম্মদ শেখ (২৯) ও শহিদুল ইসলাম শেখ (৫৭) নামের ২ জনকে আটক করেছে র্যাব।
এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৯ শত গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল রাত ১ টার দিকে উপজেলার নতুন পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক কৃত, নুর মোহাম্মদ শেখ উপজেলার ঠাঁকুর বাড়ীয়া (সুইচগেট) এলাকার মৃত হাসান শেখের ছেলে এবং শহিদুল ইসলাম শেখ নীল চোড়া (পুর্বপাড়া) এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, শহিদুল ইসলাম শেখ পাট কান্দির গ্রামের বাসিন্দা।