স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দুদকের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা টিকা কেনায় ২৩ হাজার কোটি টাকা গরমিলের তদন্ত হওয়া দরকার। আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, টিআইবির গবেষণা প্রতিবেদনে করোনা টিকা কেনায় ২৩ হাজার কোটি টাকার গরমিল হয়েছে প্রকাশ করা হয়েছ।
এই রিপোর্ট অনুসরণ করে করোনা টিকা কেনা ও ব্যবস্থাপনায় যে দুর্নীতি হয়েছে সে বিষয়ে দুদকের পক্ষ থেকে তদন্ত করা উচিত। একই সাথে স্বাস্থ্য খাতের দুর্নীতি তদন্তে দুদকের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদানের খরচের ক্ষেত্রে সরকারি হিসেব এবং বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি’র এর হিসেবের মধ্যে ফারাক দেখা গেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত মার্চ মাসে বলেছিলেন, কোভিড-১৯ টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, এই খরচ সর্বোচ্চ ১৮ হাজার কোটি টাকার বেশি হবার কথা নয়।